<p>জাপান এমন এক দেশ, যেখানে বছরে গড়ে ১ হাজার ৫০০–এর বেশি ভূমিকম্প হয়। অর্থাৎ দিনে দু–তিনবার ভূমিকম্পের সম্মুখীন হয় দেশটির বাসিন্দারা। তবু চারটি টেকটোনিক প্লেটের ওপর অবস্থান করা এ দেশ ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে এনেছে। কিন্তু কীভাবে তারা এমন ভূমিকম্পের মধ্যেও টিকে আছে? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে</p>