<p>২৮ জুন ইংল্যান্ডে গ্ল্যাস্টনবারি ফেস্টিভালের মঞ্চে দাঁড়িয়ে র্যাপ পাংক জুটি বব ভিলান শ্রোতাদের নিয়ে স্লোগান ধরেন, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ‘ডেথ, ডেথ টু দ্যা আইডিএফ’ – মানে, ফিলিস্তিন মুক্ত হোক, ইসরায়েলি বাহিনী ধ্বংস হোক। কনসার্টের মঞ্চে বব ভিলান ও আইরিশ র্যাপ দল নিক্যাপের সদস্যরা কী কী মন্তব্য করেছেন, তার ভিডিও ফুটেজ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।</p>