<p>দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর খুলছে গাজা-মিসর সীমান্তের রাফাহ ক্রসিং। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, আগমীকাল রোববার থেকে পথচারীদের যাতায়াতের জন্য ক্রসিংটি চালু করা হবে। তবে সবার জন্য খুললেও কারা যেতে পারবেন, তা নির্ভর করবে ইসরাইলের নিরাপত্তা ছাড়পত্রের ওপর। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…</p>