<p>ভ্যালি দে আগায়েতে ক্যানারি দ্বীপপুঞ্জে অবস্থিত। এটা ইউরোপের মধ্যে সবচেয়ে উত্তরের কফি উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে একটি। এখানকার কফি বিশ্বজুড়ে পরিচিত না হলেও, এর বিশেষত্ব একে কফিপ্রেমীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।এখানে কফি ছাড়াও চাষ হয় অ্যাভোকাডো ও কমলা।</p>