<p>বিশ্বজুড়ে আলোচনায় এসেছে নতুন ‘সুপারম্যান’ সিনেমা। বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি সিনেমাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বিতর্ক। অনেক দর্শক মনে করছেন, ছবির গল্পে কিছু অংশ এমনভাবে দেখানো হয়েছে, যা ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতির সঙ্গে মিলে গেছে। বিশেষ করে দুটি দেশের মধ্যে সীমান্ত সংঘাত ও আগ্রাসনের একটি দৃশ্য আলোচনার কেন্দ্রে।</p>