<p>ভয়াবহ তুষারপাতের মধ্যে নিখোঁজ হওয়া এক তরুণের মৃতদেহ চার দিন ধরে পাহারা দিয়েছে তার পোষা কুকুর। প্রচণ্ড ঠান্ডা ও তুষারঝড়েও খাবার ছাড়া মরদেহের পাশেই বসে ছিলো কুকুরটি। তুষার ও বৈরী আবহাওয়ায় বিক্সিত রানা ও পিউষ কুমার নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কুকুরটি ছিল পিউষের। ঘটনাটি হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে</p>