<p>ইউরোপের দেশ সুইজারল্যান্ডের একটি পাহাড়ি গ্রাম মারেন। মধ্যযুগীয় এই গ্রামটি দীর্ঘদিন ধরে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল। সেখানে প্রচলিত কোনো গাড়ি নেই, যাওয়া যায় শুধু কেব্ল কারের মাধ্যমে। কেন এই গ্রামে কোনো গাড়ি নেই? গ্রামের মানুষ কীভাবে যাতায়াত করেন এবং তাঁদের জীবনযাত্রা কেমন? বিস্তারিত জানুন এই ভিডিওতে...</p>