<p>সম্প্রতি ইরানে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া আন্দোলন সরাসরি রূপ নিয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতনের দিকে। সেখানেই বিক্ষোভকারীদের স্লোগানে শোনা যায় পাহলভি রাজবংশের ফিরে আসার ডাক। কে এই শেষ শাহ রেজা পাহলভি? কেনই–বা তাঁর নাম উচ্চারিত হচ্ছে বিক্ষোভের মাঠে? বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে—</p>