<p>সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-তালহা জুবাইর মাসরুর (কৃষি বায়োস্কোপ)</p><p> ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে নানা ধরনের কনটেন্ট জনপ্রিয় হয়ে উঠছে। রাজনীতি থেকে শুরু করে বিনোদনজগতের ভিড়ে কৃষি নিয়ে যে ডিজিটাল কনটেন্ট হতে পারে, তা নিয়ে চিন্তা শুরু করেন তালহা জুবাইর মাসরুর। কৃষি উদ্যোক্তা এবং আধুনিক প্রযুক্তি থেকে কৃষি ও কৃষি–সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে শুরু করেন কৃষি বায়োস্কোপ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। হইচই, চরকি বা নেটফ্লিস্ক যখন মেতে আছে বিনোদনজগৎ নিয়ে; ওই সময়ে তালহা ‘একটি ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগ’ স্লোগানে যাত্রা শুরু করেন। ‘কৃষি বায়োস্কোপ’ কেবল একটি ডিজিটাল প্ল্যাটফর্মই নয়, বর্তমানে দেশের কৃষি খাতে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবেও সমধিক পরিচিত। কৃষি বায়োস্কোপে কৃষি-সম্পর্কিত ভিডিওগুলো শুধু চাষাবাদের আধুনিক পদ্ধতিই তুলে ধরে না; বরং তরুণ উদ্যোক্তাদের জন্য লাভজনক ব্যবসায়িক ধারণাও প্রদান করে থাকে।</p><p> সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-এ সেরা কৃষি ব্র্যান্ড খাতে কৃষি বায়োস্কোপ কে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। </p><p>#Agriaward2024 #ProthomAlo #CityGroup #কৃষিপুরস্কার২০২৪</p>