<p>সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-মাসুমা আক্তার</p><p>করোনা–তাণ্ডবে অভাব আর দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত একটি পরিবার ঘুরে দাঁড়ায় মাংসের আচার তৈরির কৌশলকে সঙ্গী করে। গল্পটি মাসুমা আক্তার আর ছোট বাচ্চার ওই আচারকে সঙ্গী করে ঘুরে দাঁড়ানোর। সন্তানের দুধ কেনার টাকাও ছিল না তখন। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া বড় মেয়ে তার মাটির ব্যাংক ভেঙে ৩৬৫ টাকা তুলে দেয় মায়ের হাতে। শুরুতে বাজার থেকে আলু এনে চিপস বানিয়ে ছবি দেন উই প্ল্যাটফর্মে। হাজারখানেক টাকা লাভ হয়। অভাবের কথা জানতে পেরে মা-বোন কিছু অর্থ পাঠান; কিন্তু নতুন পণ্য বিক্রি হয় না। মনে পড়ে যায়, ছোটবেলায় দেখা কোরবানির মাংস বয়ামে সংরক্ষণের কথা। মায়ের কাছে আগেই দীক্ষা পেয়েছিলেন আচার বানানোর। সেই দীক্ষা আর ইউটিউব ভিডিও দেখে শুরু করেন গরুর মাংসের আচার বানানো। সব সংকট কাটিয়ে বর্তমানে মাংসের আচারসহ বহু পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের ১৭টি দেশে রপ্তানি করছেন মাসুমা আক্তার।</p><p>মাসুমা আক্তারের এই উদ্যোগ আর অবদানের জন্য সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-এ কৃষিতে সেরা নারী খাতে এ স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। </p><p>#Agriaward2024 #ProthomAlo #CityGroup #কৃষিপুরস্কার২০২৪</p>