<p>প্লেটের ক্যানভাসে খাবার উপস্থাপনার জাদুই হলো ‘আর্ট অব প্লেটিং’। নতুন প্রজন্মের প্লেটিং–শিল্পীদের অনুপ্রাণিত করতে দেশের প্রথম প্লেটিং রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং সিজন–২’। এ প্রতিযোগিতার বিজয়ী শীর্ষ ৫ জনকে নিয়ে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন: বিজয়ীদের গল্পকথা।</p><p><strong>অতিথি</strong></p><p>১. মো. গোলাম রাব্বি, চ্যাম্পিয়ন (প্লেটিং মায়েস্ত্রো)</p><p>২. ইফ্ফাত জেরীন সরকার, ১ম রানারআপ (প্লেটিং আইকন)</p><p>৩. ডা. রওজাতুর রুম্মান, ২য় রানারআপ (প্লেটিং ম্যাভেরিক)</p><p>৪. হুমায়ুন কবির, ৪র্থ স্থানজয়ী (প্লেটিং মাস্টারমাইন্ড)</p><p>৫. নওশীন মুবাশশিরা রোদেলা, ৫ম স্থানজয়ী (প্লেটিং মাস্টারমাইন্ড)</p><p><strong>উপস্থাপক</strong></p><p>নীল হুরেজাহান</p>