<p>পিরিয়ডকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার ও ডাবল প্রটেকশনের গুরুত্ব নিয়ে 'প্রিয় অনন্যার পিরিয়ড–সচেতনতা' অনুষ্ঠানে কথা বলেছেন ডা. উম্মে তানিয়া নাসরিন উর্মী ও কলেজ–শিক্ষার্থী আফসারা জামান প্রতিভা। উপস্থাপনায় রুহাণী সালসাবিল। </p><p>দর্শক, পর্বটি মনোযোগ দিয়ে দেখুন। শেষে রয়েছে একটি কুইজ। ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে কমেন্ট বক্সে উত্তর লিখুন। সঠিক উত্তরদাতার মধ্যে থেকে ভাগ্যবান দুজন বিজয়ী পাবেন ফ্রেশ অনন্যার পক্ষ থেকে বিশেষ পুরস্কার।</p>