<p>রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের এক সবুজ সুন্দর গ্রামে জন্ম তাঁর। বাবার উপার্জন ছিল অনিয়মিত। অভাবের কারণে ক্লাস ফাইভ পেরোতেই মা স্কুলে যেতে নিষেধ করেন। কিছুদিন যেতেই পড়াশোনার জন্য কান্নাকাটি শুরু করেন তিনি। বাবাকে জোর করেন। একসময় তাঁর বাবা এক পড়শির কাছ থেকে ২০ টাকা ধার করে আবার স্কুলে ভর্তি করান তাঁকে।</p><p>মনোয়ারা খাতুনের লড়াইয়ের গল্প জানতে দেখুন ভিডিওটি…</p><p>#বিজ্ঞাপন_বার্তা</p>