<p>জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন, অভাব–কষ্টে চোখের চিকিৎসা করানো সম্ভব হয়নি। কথা বলার বা খেলাধুলার কোনো সাথী ছিল না তাঁর। স্কুলেও যাওয়া হয়নি, কারণ তখন কুড়িগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কোনো ব্যবস্থা ছিল না। বাবা–মা দিনমজুরের কাজ করতেন, তাই ভাগ্যের হাতে নিজেদের সঁপে দিয়ে অভাবের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন তিনি।</p><p>হিমা খাতুনের জীবন–গল্প জানতে দেখুন ভিডিওটি…</p><p>#বিজ্ঞাপন_বার্তা</p>