<p>প্রথম আলো ডটকমের আয়োজনে অষ্টমবারের মতো চলছে ‘অনলাইন আবাসন মেলা’। এ উপলক্ষে বিশেষ আয়োজন ‘আবাসন খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’।</p><p>পর্ব: ০৩</p><p>বিষয়: সাশ্রয়ী ও স্মার্ট আবাসনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমাদের করণীয়</p><p>অতিথি</p><p>ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মাহফুজুর রহমান</p><p>প্রধান নির্বাহী কর্মকর্তা, নর্থ সাউথ গ্রুপ </p><p>মো. মহিদুর রহমান রাহাত</p><p>উপব্যবস্থাপনা পরিচালক, স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেড</p><p>উপস্থাপক</p><p>রুহাণী সালসাবিল</p>