<p>এ সি আই মটরস্ লিমিটেড ২৭ অক্টোবর দিনাজপুর জেলার গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসংলগ্ন বাণিজ্য মেলা মাঠে ‘সোনালীকার বিশ্বজয়’ প্রতিপাদ্য নিয়ে একই সঙ্গে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর কৃষকদের নিকট হস্তান্তর কর্মসূচি আয়োজন করেছে। যা একক অনুষ্ঠানে সর্বাধিকসংখ্যক ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হিসেবে স্বীকৃতি পায়।</p><p>বিস্তারিত ভিডিওতে...</p>