<p>সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-কাজী আশরাফুল হাসান</p><p>ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের গুনবাহা গ্রামের বাসিন্দা কাজী আশরাফুল হাসান জন্মের পর থেকে দেখে এসেছেন দাদা-বাবার সামাজিক, রাজনৈতিক ও সংস্কারমূলক কার্যক্রম। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা আশরাফুল ছাত্রজীবনেই এলাকার গরিব অসহায় মানুষের আর্থসামাজিক ও মানবিক উন্নয়নে জড়িয়ে যান। গড়ে তোলেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।</p><p>প্রতিদিন ভোরে এসডিসির কর্মীরা বেরিয়ে পড়েন পৌর শহরের বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করতে। নিজস্ব ও দেশি-বিদেশি কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় তিনি গড়ে তুলেছেন কয়েকটি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। মোট ২৪টি ভ্যান ও ৩টি ট্রাকে ফরিদপুর পৌরসভার বাড়ি-হাসপাতাল-হোটেল থেকে প্রায় ৩০ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়। যা থেকে বছরে ১২ মেট্রিক টন জৈব সার উৎপাদিত হচ্ছে।</p><p>কাজী আশরাফুল হাসানের এই উদ্যোগ আর অবদানের জন্য সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-এ সেরা কৃষি উদ্ভাবন খাতে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। </p><p>#Agriaward2024 #ProthomAlo #CityGroup #কৃষিপুরস্কার২০২৪</p>