<p>পটুয়াখালীর কুয়াকাটায় সাগরপাড়ের মানুষ মো. আল আমিন শিকদার। ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। তবে সাগরের কাছে জমিতে নোনা পানির প্রভাব এতটাই বেশি যে, কৃষিকাজে কখনো লাভের মুখ দেখতেন না। কিন্তু কঠোর পরিশ্রম আর সাহসী পদক্ষেপে আলোর মুখ দেখেছেন আল আমিন।</p><p>আল আমিনের জীবন–গল্প জানতে দেখুন ভিডিওটি…</p><p>#বিজ্ঞাপন_বার্তা</p>