<p>রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার এক্সপো জোনের টেন্ট হলে চলছে ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’। এর প্লাটিনাম স্পনসর বাংলাদেশের শীর্ষস্থানীয় সিরামিক উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান আকিজ সিরামিকস। প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে রোসা ও আকিজ টেবিলওয়্যারের পণ্যও।</p>