পশ্চিম ইসলামবাগে পলিথিন কারখানায় আগুন

পলিথিন কারখানায় লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে। ছবি: দীপু মালাকার
পলিথিন কারখানায় লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে। ছবি: দীপু মালাকার

রাজধানীর পশ্চিম ইসলামবাগে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে সেখানে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ। আগুন নেভাতে ৯টি ইউনিট কাজ করছে।

রাজধানীর ইসলামবাগে পলিথিনের কারখানায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে। ছবি: মাসুম আলী
রাজধানীর ইসলামবাগে পলিথিনের কারখানায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে। ছবি: মাসুম আলী

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কেন্দ্রের ডিউটি অফিসার এরশাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টা ৪০ মিনিটে পশ্চিম ইসলামবাগের ওই পলিথিন কারখানায় আগুন লাগে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এরশাদুল ইসলাম।