<p>রেসিপির ফিউশন–প্রেমীদের জন্য দারুণ খবর।</p><p>আবারও শুরু হচ্ছে ‘স্টারশিপ ফিউশন কিচেন'; পাওয়ার্ড বাই আমা।</p><p>ব্যতিক্রমী এই অনুষ্ঠানের প্রতি পর্বে থাকবেন দেশের খ্যাতনামা দুজন শেফ। তাঁরা দেখাবেন আমাদের দেশীয় একটি রেসিপির সঙ্গে বিদেশি রেসিপির ‘মজাদার ফিউশন’।</p><p>স্টারশিপ ফিউশন কিচেনে নিত্য–নতুন সব রেসিপি দেখতে ৪ নভেম্বর থেকে চোখ রাখুন চ্যানেল আই, চরকি এবং প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।</p>