<p>প্রতিবছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যেতে আগ্রহী—এমন দেশের মধ্য অন্যতম অস্ট্রেলিয়া। উচ্চশিক্ষার জন্য দেশটিতে যেতে কী কী প্রস্তুতি, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজ–পত্র দরকার? এমন নানা বিষয়ে প্রথম আলো ডটকমের আয়োজনে বিশেষ অনুষ্ঠান ‘বিদেশে উচ্চশিক্ষার নতুন দিগন্ত: অস্ট্রেলিয়ায় পড়াশোনা ও ক্যারিয়ার’।</p> <p><strong>অতিথি</strong></p><p>ফারিহা বেগম</p><p>সিনিয়র কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ)</p><p>পিএফইসি গ্লোবাল </p> <p>নুরজাহান সুমি </p><p>অ্যাসিস্ট্যান্ট ডেস্টিনেশন ম্যানেজার</p><p>পিএফইসি গ্লোবাল </p> <p><strong>উপস্থাপক </strong></p><p>রুহাণী সালসাবিল</p>