প্রিয় শিক্ষক সম্মাননা মনোনয়নের শেষ দিন আজ

ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকের জীবনে শ্রদ্ধেয় শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সব সম্মানিত শিক্ষকের মধ্যে ভালো লাগার কিছু শিক্ষক থাকেন, যাঁদের দিকনির্দেশনা, শিক্ষাদানের পদ্ধতি, স্নেহ-ভালোবাসা আমাদের মনে আলাদা করে দাগ কাটে। তাঁদের বলি আমরা প্রিয় শিক্ষক। তাঁদের জীবনের আদর্শই হয় আমাদের পথচলার প্রেরণা। কিন্তু আজ কেমন আছেন তাঁরা? আমরা কি রেখেছি তাঁদের খোঁজ? এখন সময় এসেছে সেই শিকড়ে ফেরার! দেশজুড়ে থাকা এমন অনন্য শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করার জন্য আয়োজন করা হচ্ছে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা’।

আয়োজকেরা জানান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১০ জন শিক্ষককে দেওয়া হবে এই সম্মাননা। নিয়মানুযায়ী মনোনীত শিক্ষক ও মনোনয়নকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। মনোনীত শিক্ষকদের বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। তিনি অবসরপ্রাপ্ত বা কর্মরত হতে পারবেন। একজন মনোনয়নকারী সর্বোচ্চ তিনজনের মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়নকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। অনলাইনে নির্দিষ্ট ফরমে আবেদন করা যাবে (www.priyoshikkhok.com) এই ওয়েব ঠিকানায়।