ওসিসিতে ভর্তি ১৬ জন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) মোট শয্যা আছে আটটি। তবে শনিবার দুপুর পর্যন্ত সেখানে ভর্তি ছিলেন মোট ১৭ জন। এর মধ্যে ধর্ষণসহ যৌন নির্যাতনের শিকার ছিলেন ১৬ জন। অন্যদিকে, এই ১৬ জনের মধ্যে ১১ জনই ছিল শিশু।

ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম বলেন, ‘ওসিসিতে আগত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় শুক্রবার ছুটির দিনেও অফিস করতে হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত ১০ জনের ফরেনসিক পরীক্ষা করাতে হয়েছে।’

বিলকিস বেগম আক্ষেপ করে বললেন, ‘মানুষের মধ্যে মূল্যবোধের এত অবক্ষয় কীভাবে হলো? ধর্ষণকারীদের বয়স ৫০, ২০, এমনকি ১৫ বছরের এক কিশোরও আছে। অন্যদিকে, ধর্ষণের শিকার শিশুর বয়স ছয় বছর থেকে শুরু করে বিভিন্ন বয়সী। পাওনা টাকা দিতে না পারায় আপন বাবার সহায়তায় ধর্ষণের শিকার এক শিশুও আছে। তিন শিশু গণধর্ষণের শিকার। এখানে আগত নারী ও শিশুদের বেশির ভাগই এসেছে ঢাকা ও ঢাকার আশপাশ থেকে।’

বিলকিস বেগমের মতে, ধর্ষণসহ যৌন হয়রানির ঘটনায় দ্রুত বিচার হতে হবে। আসামির দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে হবে। আর এ ধরনের অপরাধ কমাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। ঘটনা যাতে না ঘটতে পারে, সে ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।