দুই মাসে আত্মীয়ের মাধ্যমে ১০১ শিশু ধর্ষণের শিকার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসের লকডাউনে ইথিওপিয়ায় অন্তত ১০১ জন মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণকারীদের প্রায় সবাই বাবা, চাচা, প্রতিবেশী বা নিকটাত্মীয়ের মাধ্যমে ধর্ষণের শিকার হয়েছে। ওয়াল্টা টিভির প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে স্কুলগুলো বন্ধ থাকায় ধর্ষণের হার মাত্রাতিরিক্ত বেড়েছে।

আদ্দিস আবাবার নারী ও শিশুদের নিয়ে কাজ করা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রধান আলমাজ আবরাহাম বলেন, ‘হ্যাঁ, গত দুই মাসে আমাদের এখানে অন্তত ১০১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। আসলে লকডাউনে যে ধর্ষণ হঠাৎ করেই বেড়ে গেছে, এমন না। স্কুল খোলা থাকলে শুধু যে মেয়েরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ত, কেবল তাদেরই ধর্ষণের শিকার বলে ধরা হতো। আর বাকিদের কথা সেভাবে কেউ জানতে পারত না। এখন লকডাউনে সবাই বাড়িতে থাকায় বিষয়টি প্রকাশিত হয়ে পড়ছে।’

আলমাজ আবরাহাম জানান, পুরুষেরা বাইরে বের হয়ে নানা কাজে ব্যস্ত থাকতেন বা যৌনপল্লিতে যেতেন। এখন সবকিছু বন্ধ থাকায় ঘরের নারী, কিশোরী বা শিশুদের সঙ্গে জোরপূর্বক যৌনকর্ম করছেন।

ধর্ষণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে—বিবিসির প্রতিবেদনে সে ধরনের কোনো তথ্য উল্লেখ করা হয়নি।