অক্সফোর্ডের করোনার টিকা পরীক্ষা যুক্তরাষ্ট্রে

করোনাভাইরাসের টিকার প্রতীকী ছবি

করোনাভাইরাসের টিকা তৈরির ক্ষেত্রে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। তাঁদের টিকাটির তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা এরই মধ্যে শুরু হয়েছে কয়েকটি দেশে। এবার সেই তালিকায় যোগ হয়েছে যুক্তরাষ্ট্র।

টিকা তৈরিতে অক্সফোর্ডের বিজ্ঞানীদের এ উদ্যোগের সঙ্গে আছে ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

টিকাটি বর্তমানে যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় পরীক্ষা চলছে। এর সঙ্গে যোগ হলো যুক্তরাষ্ট্র। এ ছাড়া জাপান ও রাশিয়ায় পরীক্ষার পরিকল্পনাও রয়েছে।

সব মিলিয়ে মোট ৫০ হাজার মানুষের ওপর পরীক্ষা করা হবে।

অ্যাস্ট্রাজেনেকা গত সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মানবদেহে প্রয়োগের পর টিকাটি কোভিড-১৯ রোগটিকে প্রতিরোধ করতে পারছে কি না বা গুরুতর অসুস্থতা ঠেকাতে পারছে কি না, তা মূল্যায়ন করা হবে। আগামী অক্টোবর নাগাদ তারা এ পরীক্ষার ফলাফল জানতে পারবে বলে আশা করা হচ্ছে।

এরপরই টিকাটি অনুমোদন বা জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে অ্যাস্ট্রাজেনেকা আবেদন করবে।

এদিকে টিকা চূড়ান্ত হওয়ার পরপরই তা যাতে দ্রুত উৎপাদন করা যায়, সে জন্য এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে অ্যাস্ট্রাজেনেকা। ব্রিটিশ প্রতিষ্ঠান অক্সফোর্ড বায়োমেডিকা গতকাল মঙ্গলবার জানিয়েছে, তাদের কারখানার সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি দুই কোটি ডলার দেবে অ্যাস্ট্রাজেনেকা।