অন্য রকম বিশ্বরেকর্ড

করপৃষ্ঠে ডিম রেখে বিশ্বরেকর্ড গড়েছেন ইব্রাহিম সাদেক।
ছবি: সংগৃহীত

মানুষ মজা করে কত কিছুই না করে। অনেক সময় সেসব কাজের জন্য মেলে স্বীকৃতি। এমনই স্বীকৃতি পেয়েছেন ইরাকের এক তরুণ। করপৃষ্ঠে ডিম রেখে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। তাঁর নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। একটি–দুটি কিংবা এক হালি নয়, একের পর এক ১৮টি ডিম হাতের তালুর উল্টো পিঠে রেখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ওই তরুণ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ওই তরুণের নাম ইব্রাহিম সাদেক। বাড়ি ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে নাসিরিয়া শহরে। হাতের উল্টো পিঠে একের পর এক ১৮টি ডিম রেখে ভারসাম্য রক্ষার একটি ভিডিও করেন তিনি। ওই ভিডিও পরে পাঠানো হয় গিনেস কর্তৃপক্ষের কাছে। যাচাইয়ের পর গিনেস কর্তৃপক্ষ ইব্রাহিম সাদেককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। গত সপ্তাহে গিনেসের ওয়েবসাইটে এ–সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২০ সালের মে মাসে হাতের উল্টো পিঠে ১৮টি ডিম রেখে ভারসাম্য রক্ষায় রেকর্ড গড়েছিলেন যুক্তরাজ্যের জ্যাক হ্যারিস। তবে তাঁর চেয়ে বেশি সময় ডিম হাতে রাখার রেকর্ড এখন ইব্রাহিম সাদেকের ঝুলিতে।

একজন ব্যক্তি একটির ওপর একটি পাথর রেখে ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন, এমন একটি ভিডিও অনলাইনে দেখেছিলেন ইব্রাহিম সাদেক। ওই ভিডিও তাঁর মনে গেঁথে যায়। তিনিও এমন কিছু করার কথা ভাবতে থাকেন। সেই ভাবনা থেকে হাতের উল্টো পিঠে ডিম রেখে ভারসাম্য রক্ষার পরিকল্পনা মাথায় আসে তাঁর।

এরপর পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নামেন ইব্রাহিম। শুরু করেন চর্চা। নতুন বিশ্বরেকর্ড গড়তে প্রতি সপ্তাহে তিনি চার ঘণ্টা করে ভারসাম্য রক্ষার অনুশীলন করেছেন বলে জানান ইব্রাহিম সাদেক। তিনি বলেন, ‘ভারসাম্য রক্ষার এ কাজে সফল হওয়ার গল্পটা সহজ নয়। তবে আমি এটা বলতে পারি, এর পেছনে প্রয়োজন গভীর ধৈর্য, মনোযোগ আর শান্ত মন।’