ইরানের সাবেক প্রেসিডেন্ট বনি সদরের ইন্তেকাল
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আবুল হাসান বনি সদর মারা গেছেন। স্থানীয় সময় আজ শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
নির্বাসিত অবস্থায় বনি সদর প্যারিসের নিকটবর্তী ভার্সাইয়ে বসবাস করেছেন। তাঁর পরিবার তাঁকে এখানেই দাফন করতে চায় বলে সদরের ঘনিষ্ঠ সহকারী পাকনেজাদ জামালউদ্দিন রয়টার্সকে জানিয়েছেন।
১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব হয়। পরের বছরের জানুয়ারিতে বনি সদর দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ইরানে ইসলামি বিপ্লবীদের সাহায্য করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তাঁর তেমন কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দ্রুতই কট্টরপন্থী আলেমদের সঙ্গে তাঁর ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যায়। একপর্যায়ে তিনি ফ্রান্সে পালিয়ে যান। সেখানে তিনি পশ্চিমাদের নিরাপত্তায় জীবন যাপন করেন।