কানাডায় তলোয়ার হাতে যুবকের হামলায় নিহত ২
কানাডার কুইবেক শহরে ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছে। এক ব্যক্তি তলোয়ার হাতে মধ্যযুগীয় পোশাক পরে এ হামলা চালায় বলে জানিয়েছে কানাডার পুলিশ। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের কর্মকর্তারা বলেছেন, এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। স্থানীয় সময় বেলা একটার দিকে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ ওই এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে।
ঘটনাটি ঘটেছে পুরোনো কুইবেক এলাকায়। পার্লামেন্ট হিলের কাছে ওই হামলার ঘটনা ঘটে। ইস্পেস ৪০০ ই বিজনেস পার্কের কাছ থেকে ওই ব্যক্তিকে আটকের পর হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে আহত ব্যক্তিদেরও হাসপাতালে পাঠানো হয়েছে।