জলবায়ু–সংকট মোকাবিলায় জোরালো পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান

জলবায়ুর প্রভাবে গ্রিসের ভিলিয়ায় সৃষ্ট দাবানল নেভাতে হেলিকপ্টারের সাহায্যে পানি ছেটানো হচ্ছে
রয়টার্সের ফাইল ছবি

জলবায়ু পরিবর্তন ঠেকাতে ও মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের দুই শতাধিক স্বাস্থ্যবিষয়ক সাময়িকী। সম্পাদকীয় প্রকাশের মাধ্যমে তারা এই আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গার্ডিয়ানের সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নাল বলেছে, বিশ্বে প্রথমবারের মতো কোনো একটি বিবৃতিতে একসঙ্গে এত সাময়িকী যুক্ত হয়েছে। এটার মাধ্যমে জলাবায়ু–সংকট যে মারাত্মক আকার ধারণ করেছে, সেটাই প্রকাশ পেয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। বন্যা, খরা, হারিকেন ও অতিশয় গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা। ফলে জলবায়ু–সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষায় জোরালো পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাময়িকীগুলো ওই বিশেষ সম্পাদকীয় প্রকাশ করছে। আসন্ন নভেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন ও স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে (কপ–২৬) আগে বিশ্বনেতাদের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিতেই এই পদক্ষেপ নেওয়া।

সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ এসব সমাবেশের (জাতিসংঘের অধিবেশন ও জলবায়ু সম্মেলেন) আগে আমরা স্বাস্থ্যবিষয়ক সাময়িকীর সম্পাদকেরা বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে, প্রকৃতিবিনাশ বন্ধ করতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ‘বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বিশ্ব প্রকৃতি ধ্বংস ও স্বাস্থ্যসেবাদানে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য অবস্থার বিষয়টি দশকের পর দশক ধরে মনোযোগ আকর্ষণ করছে। বিজ্ঞান অপরিহার্য। বৈশ্বিক গড় তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের ওপরে বৃদ্ধি ও জীববৈচিত্র্যের অব্যাহত হ্রাস স্বাস্থ্যের বিপর্যয়কর ক্ষতি করছে। তাই এখনই পদক্ষেপ না নিলে স্বাস্থ্য পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। ’

যুক্তরাষ্ট্রের এক পাশ পুড়ছে দানাবলে। আর এক পাশে ভয়াবহ বন্যা। গবেষকেরা বলছেন, এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র রয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বন্যা, অতিশয় গরমসহ যেসব প্রাকৃতিক বিপর্যয় ঘন ঘন আঘাত হানছে, সেসব বিষয়েও জলবায়ু পরিবর্তনের প্রভাব জড়িত বলে মত বিশেষজ্ঞদের।

সাময়িকীগুলোর সম্পাদকেরা আরও বলেছেন, ‘সমাজের মৌলিক ও ন্যায়সংগত পরিবর্তন প্রয়োজন। এটা অবশ্যই করতে হবে এবং এটা করলে ন্যায্য ও স্বাস্থ্যকর বিশ্ব পাব। ’