‘দমনকারী’ জন লি হচ্ছেন হংকংয়ের নতুন নেতা
হংকংয়ের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জন লি। ৬৪ বছর বয়সী লি আগে দেশটির নিরাপত্তাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ রোববার লিকে চীনের বাণিজ্যপ্রধান অঞ্চলটির নতুন নেতা হিসেবে মনোনীত করে বেইজিংয়ের অনুগত একটি কমিটি। এই লির তত্ত্বাবধানেই হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইউরোপিয়ান ইউনিয়ন এর মধ্যেই লির নিয়োগকে ‘গণতান্ত্রিক নীতিবহির্ভূত’ বলে উল্লেখ করেছে।
নতুন নেতা হিসেবে লির নিয়োগ অনেকটাই নিশ্চিত ছিল। কারণ, আগের নেতা ক্যারি ল্যামের স্থলাভিষিক্ত হওয়ার জন্য চীনা সমর্থনপুষ্ট তিনিই একমাত্র প্রার্থী ছিলেন। লি অবশ্য আগে থেকেই যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞার আওতায় আছেন।
সংক্ষিপ্ত সংবিধানে সর্বজনীন ভোটাধিকারের কথা বলা থাকলেও ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তরের পর হংকংয়ে গণতন্ত্র নেই। ১ হাজার ৪৬১ জনের সমন্বয়ে গঠিত ‘নির্বাচন কমিটি’ দেশটির নেতা নির্বাচন করে থাকে। এই কমিটির সদস্যসংখ্যা, যা মোটের ওপর শহরের জনসংখ্যার শূন্য দশমিক শূন্য ২ শতাংশ।
আজ গোপন ব্যালটে ভোটদানের পর দেখা যায় ৯৯ শতাংশ ভোটই পড়েছে লির পক্ষে। বিপক্ষে পড়েছে আটটি ভোট। বেইজিংয়ের পক্ষ থেকে নির্বাচনের ফলকে সর্বসম্মতভাবে স্বাগত জানিয়ে বলা হয়েছে, হংকংয়ের সমাজে লির পক্ষে ব্যাপক জনমত আছে।
ইউরোপিয়ান ইউনিয়নের অবশ্য এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছে। হংকংয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ায় ‘গণতান্ত্রিক নীতির ব্যত্যয় ও রাজনৈতিক মেরুকরণ ঘটেছে’।
হংকংয়ের নির্বাচন নিয়ে দেওয়া এক প্রতিক্রিয়ায়, গতকাল ইউরোপিয়ান ইউনিয়নের বৈদেশিক নীতির প্রধান যোসেফ বোরেলও একই সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন।