যোদ্ধাদের কাবুলে ঢোকার নির্দেশ দিল তালেবান

আফগান বাহিনীর দখল করা গাড়িতে রাস্তায় টহল দিচ্ছেন তালেবান যোদ্ধারা। কান্দাহার, ১৩ আগস্ট
ফাইল ছবি : এএফপি

লুটপাট ঠেকাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের কিছু কিছু অংশে নিজ যোদ্ধাদের ঢোকার নির্দেশ দিয়েছে তালেবান বাহিনী। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ কথা বলেন বলে দেশটির তোলো টিভি এ তথ্য জানায়। তবে বিবিসি নিজেরা এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

মুজাহিদ বলেন, শহরের বিভিন্ন জায়গায় তল্লাশিচৌকি ফেলে রেখে চলে গেছে নিরাপত্তা বাহিনী। তাই সেখানে বিশৃঙ্খলা ও লুটপাট ঠেকাতে তালেবান বাহিনীকে যেতে বলা হয়েছে।

এক বিবৃতিতে তালেবান তাদের যোদ্ধাদের ভয় না পেতে জনগণের প্রতি আহ্বান জানায়।

এর আগে বাহিনীর আরেক মুখপাত্র সুহাইল শাহিন বলেন, ‘আমাদের নেতাদের পক্ষ থেকে বাহিনীকে কাবুল শহরে না ঢুকে দোরগোড়ায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।’ আর এটা কয়েক দিনের মধ্যেই হবে বলে আশা তাঁদের।

এদিকে কাবুলের বিভিন্ন অংশে গোলাগুলির খবর পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।