শৃঙ্খলা জোরদার কিমের
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন তাঁর ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শৃঙ্খলা জোরদার করেছেন। এর শক্তিশালী পলিটব্যুরোতে নতুন সদস্যও নিয়োগ দিয়েছেন তিনি।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর খবরের বরাত দিয়ে গতকাল শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় কমিটি সভার চতুর্থ ও শেষ দিনে দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়গুলো ঠিক করতে সাংগঠনিক ও আদর্শগত বিষয়গুলো পর্যালোচনা করে।
সভায় কিম দলের নেতৃত্বের শীর্ষ পর্যায়ে থাকা বেশ কয়েকজন ব্যক্তির জীবনযাপন নিয়ে গুরুতর সমস্যার কথা তুলে ধরলে তাঁরা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থতার জন্য অনুশোচনা জানান।
কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারণে যুক্ত থাকা শক্তিশালী পলিটব্যুরো থাই হং চোলকে নতুন সদস্য হিসেবে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেন কিম। এ ছাড়া দলের সেন্ট্রাল অডিটিং কমিশনের কর্মকর্তা ইউ স্যাং চোলকে বিকল্প সদস্য করা হয়।
গত মঙ্গলবার ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ এ সভা শুরু হয়। আলোচনার শুরুতে কিম দেশটির ব্যাপক খাদ্যঘাটতি পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ পরিস্থিতির জন্য করোনাভাইরাসের মহামারি ও গত বছরের ঘূর্ণিঝড়কে দায়ী করেন তিনি। ওই বৈঠকে কিম যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সংঘাত—উভয়ের জন্য তাঁর দেশের প্রস্তুতির কথা বলেন।
তিনি বলেন, বিশেষ করে উত্তর কোরিয়ার মর্যাদা, নিরাপত্তা ও স্বার্থরক্ষায় সংঘাতের জন্য তাঁর দেশের পুরোপুরি প্রস্তুত থাকা দরকার। তিনি সতর্ক করে বলেন, কোরীয় উপদ্বীপে বাইরের যেকোনো শক্তির অপতৎপরতার বিরুদ্ধে পিয়ংইয়ং তীব্র ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবে।