৯০ ডোজের বেশি করোনা টিকা নিয়েছেন তিনি

প্রতীকী ছবি

করোনা প্রতিরোধে টিকা নেওয়া জরুরি। বিশ্বের সব দেশই জনগণকে করোনার টিকা নিতে উৎসাহ দিয়েছে, দিচ্ছে। কোনো দেশে তিন, আবার কোনো দেশে চার ডোজ টিকা দেওয়া হচ্ছে। তবে জার্মানির এক ব্যক্তি ঘটিয়েছেন এক ব্যতিক্রমী কাণ্ড। তিনি করোনার টিকার তিন কিংবা চার নয়, পাক্কা ৯০টির বেশি ডোজ নিয়েছেন। তবে শেষ রক্ষা হয়নি। এ কাণ্ডের জন্য পুলিশ আটক করেছে তাঁকে।

এ ঘটনা নিয়ে গত রোববার প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই। তবে এতে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি জার্মানির স্যাক্সোনি অঞ্চলের মাগডেবুর্গ শহরের বাসিন্দা। পুলিশের হাতে আটক হওয়ার আগে গত কয়েক মাসে ওই অঞ্চলের বিভিন্ন টিকাকেন্দ্র থেকে তিনি করোনার ৯০টির বেশি ডোজ টিকা নিয়েছেন। স্যাক্সোনির একটি কেন্দ্রে পরপর দুদিন টিকা নিতে যাওয়ায় ধরা পড়ে যান তিনি।

তবে করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য ওই ব্যক্তি এত টিকা নিয়েছেন তা কিন্তু নয়। তিনি করোনা টিকার সনদ নিয়ে রীতিমতো ব্যবসা করেছেন। খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি একের পর এক কেন্দ্র থেকে টিকা নিয়ে করোনার টিকা উৎপাদনের আসল ব্যাচ নম্বর সংগ্রহ করেন। পরে সেসব নম্বর করোনা টিকার ভুয়া সনদ তৈরিতে ব্যবহার করেছেন। শুধু তা–ই নয়, ওই অঞ্চলের যেসব বাসিন্দা টিকা নিতে আগ্রহী নন, তাঁদের কাছে তিনি সেসব সনদ উচ্চমূল্যে বিক্রি করেছেন।

এর মধ্য দিয়ে অভিযুক্ত ব্যক্তি মূলত দুই ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছেন। প্রথমত, নির্ধারিত ডোজের অতিরিক্ত টিকা নেওয়া। দ্বিতীয়ত, টিকার জাল সনদের ব্যবসা করা। ঘটনাটি নিয়ে এখন তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি কীভাবে এত বেশি ডোজ টিকা নিতে পারলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ৯০–এর বেশি ডোজ টিকা নেওয়ার পর ওই ব্যক্তির শরীরে কেমন প্রতিক্রিয়া হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি জার্মান কর্তৃপক্ষ।