বিশ্বের দুর্লভ অ্যালবামের প্রদর্শন

অ্যালবামের মোড়কছবি : বিবিসি

গানের এই অ্যালবাম অত্যন্ত দুর্লভ। অনেক বেশি মূল্যবান। খুব কম লোকই এই অ্যালবামের গানগুলো শুনেছেন। এটি মার্কিন হিপ–হপ গ্রুপ উ-টাং ক্ল্যানের সপ্তম স্টুডিও অ্যালবাম। এর নাম ওয়ান্স আপন আ টাইম ইন শাওলিন। অ্যালবামটি অস্ট্রেলিয়ার একটি গ্যালারিতে প্রদর্শন করা হবে।

অ্যালবামটি একটি অলংকৃত রুপালি বাক্সে রাখা হয়েছে। এটি ছয় বছর ধরে গোপনে উ-টাং ক্ল্যান রেকর্ড করেছিল। একে ফাইন আর্টের একটি অংশ হিসেবে রেকর্ড করা হয়েছিল। এই অ্যালবামের মাত্র একটি সিডি কপি রয়েছে। এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি অ্যালবাম হিসেবে একে মনে করা হয়। তাসমানিয়ার মিউজিয়াম অব ওল্ড অ্যান্ড নিউ আর্টে (মোনা) অ্যালবামটি প্রদর্শিত হবে। মোনার পক্ষ থেকে জুন মাসে ১০ দিনের বেশি ছোট ছোট গানের অনুষ্ঠান আয়োজন করে শ্রোতাদের এই গান শোনার সুযোগ দেওয়া হবে। এতে আধা ঘণ্টা গান শোনার সুযোগ পাবেন শ্রোতা।

মোনার ডিরেক্টর অব কিউরেটরিয়াল অ্যাফেয়ার্স জ্যারড রলিন্স বলেন, এ গ্রহে একটি বস্তুর রহস্যময় বৈশিষ্ট্য রয়েছে, যা তার বস্তুগত পরিস্থিতিকে অতিক্রম করে। ‘ওয়ান্স আপন আ টাইম ইন শাওলিন একটি অ্যালবামের চেয়েও বেশি কিছু। তাই এটি প্রদর্শনীতে আমি এটি পেতে চেয়েছিলাম।’

উ-টাং ক্ল্যানের বিষয়ে বলা হয়, এটি নব্বইয়ের দশকের গোড়ার দিকে স্ট্যাটেন দ্বীপে তৈরি হয়। এই গোষ্ঠী হিপ-হপের ধারণা বদলে দিয়েছিল। তবে গানের কথায় সহিংসতা ও যৌনতার বিষয়বস্তুর উল্লেখও রয়েছে। নিউইয়র্ক সিটিতে এই অ্যালবাম রেকর্ড করা হয়।