প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার ঘোষণা ইতালির

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৩ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

গত শতকের শুরুর দিকে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে বিশ্ববাসীর সামনে হাজির হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ
ছবি: রয়টার্স

বিশ্ববাসী গত শতকের শুরুর দিকে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করে। এই বিশ্বযুদ্ধে ইতালি ছিল মিত্রশক্তিতে। ১৯১৫ সালের এই দিনে ইতালি সরকার যুদ্ধে জড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। হামলা শুরু করে অস্ট্রিয়া–হাঙ্গেরির বিরুদ্ধে। এই যুদ্ধ ১৯১৪ সালে শুরু হয়ে চলে ১৯১৮ সাল পর্যন্ত। যুদ্ধে জয়ী মিত্রশক্তির সঙ্গে ইতালি ছাড়াও ছিল যুক্তরাজ্য, জাপান, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। আর বিপক্ষে অস্ট্রিয়া-হাঙ্গেরির সঙ্গে ছিল জার্মানি ও তুরস্ক।

রাজার বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ

তখন বোহেমিয়ায় (বর্তমান চেক প্রজাতন্ত্র) প্রোটেস্ট্যান্ট গির্জার নির্মাণকাজ চলছিল। হঠাৎ রাজা এ গির্জার নির্মাণকাজ বন্ধের ঘোষণা দেন। রাজা ছিলেন ক্যাথলিক। ১৬১৮ সালের এই দিনে রাজার প্রতিনিধি ওই গির্জায় গিয়ে রাজার আদেশ ঘোষণা করেন। এতে খেপে যান উপস্থিত মানুষ। পরে ক্ষুব্ধ মানুষ রাজপ্রতিনিধিকে নির্মাণাধীন গির্জার জানালা দিয়ে ছুড়ে ফেলেন। যদিও প্রাণে বেঁচে যান তিনি।  

কুখ্যাত দুই অপরাধী অবশেষে ধরা

যুক্তরাষ্ট্রের কুখ্যাত অপরাধী যুগল বনি এলিজাবেথ পারকার ও ক্লাইদি চেস্টনাট। একের পর এক হত্যাকাণ্ড এবং ডাকাতি করে তাঁরা হইচই ফেলে দিয়েছিলেন। পুলিশের কাছে অধরা ছিলেন দুজনে। বছর দুয়েক পালিয়ে থাকার পর ১৯৩৪ সালের এই দিনে লুইজিয়ানা পুলিশ তাঁদের গুলি করে হত্যা করে।

বনি এলিজাবেথ পারকার ও ক্লাইদি চেস্টনাট
ছবি: রয়টার্স
আরও পড়ুন

জ্যোতির্বিদদের দ্বীপ

ডেনমার্কের জ্যোতির্বিদ তায়চো ব্রাহি আস্ত একটি দ্বীপ উপহার পেয়েছিলেন। রাজা দ্বিতীয় ফ্রেডরিক তাঁকে এই দ্বীপ উপহার দেন। সেখানে একটি মানমন্দির প্রতিষ্ঠা করেন তিনি। এই মানমন্দিরে অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন জ্যোতির্বিদেরা। এর মধ্যে উল্লেখযোগ্য বছরের দৈর্ঘ্য নির্ধারণ। ১৫৭৬ সালের এই দিনে দ্বীপটি উপহার পান ব্রাহি।

আরও পড়ুন