ইতিহাসের এই দিনে: শেষ হয় ইরাক যুদ্ধ
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৫ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
২০১১ সালের ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হয় ইরাক যুদ্ধ। সাত বছরের আগ্রাসন শেষে এই দিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে ইরাকে তাদের সামরিক অভিযান শেষ হয়েছে। সেখানে আর সেনা পাঠানো হবে না। ফিরিয়ে আনা হবে মার্কিন সেনাদের।
কিলিমানজারোর ওপরে উড়ান
সুইজারল্যান্ডের পাইলট ওয়াল্টার মিত্তেলহোলজার ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর মাউন্ট কিলিজমানজারোর ওপরে উড়োজাহাজ নিয়ে উড়েন। আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু এই পর্বতের ওপর দিয়ে এটাই প্রথম উড়ানের ঘটনা।
পেটেন্ট পায় আইসক্রিম কাপ
১৯০৩ সালের ১৫ ডিসেম্বর পেটেন্ট পায় আইসক্রিম কাপ। ইতালির খাবার বিক্রেতা ইতালো মারসিয়োনি এটা উদ্ভাবন করেছিলেন।
গুস্তাভে আইফেলের জন্মদিন আজ
ফরাসি প্রকৌশলী গুস্তাভে আইফেলের জন্মদিন আজ। ১৮৩২ সালের ১৫ ডিসেম্বর তাঁর জন্ম হয়। তাঁর আইকনিক নকশা প্যারিসের আইফেল টাওয়ার।