নিউ ক্যালেডোনিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়। তবে পরে তা তুলে নেওয়া হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে,  নিউ ক্যালেডোনিয়ার ভাও শহর থেকে ৩৪০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পের পর নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জ থেকে মানুষকে সরিয়ে নেয় পুলিশ। এরপর সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার) বলেছে, ভানাওতুর উপকূলবর্তী কিছু এলাকায় ছয় থেকে নয় ফুট উঁচু ঢেউ আঘাত হানতে পারে। তবে অন্য দ্বীপগুলোয় তুলনামূলক ছোট আকারের ঢেউ আঘাত হানতে পারে।
নিউ ক্যালেডোনিয়ায় নিযুক্ত এএফপির সাংবাদিক বলেছেন, সতর্কতা জারির পর অনেকে সৈকত ছেড়ে নিরাপদে সরে গেছেন।

নিউ ক্যালেডোনিয়া, ফিজি, কিরিবাতি ও নিউজিল্যান্ডে ছোট আকারের সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো বলেছে, দেশটির মূল ভূখণ্ড ও আশপাশের অঞ্চলে কোনো দুর্যোগের আশঙ্কা নেই।