ইতিহাসের এই দিনে: সিংহাসনে বসেন সুলতান সুলেমান
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩০ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
অটোমান সাম্রাজ্যের খ্যাতিমান শাসক সুলতান প্রথম সুলেমান। ১৫২০ সালের ৩০ সেপ্টেম্বর সিংহাসনে বসেন তিনি। ১৫৬৬ সালে মৃত্যুর আগপর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। তাঁর হাত ধরে অটোমান সাম্রাজ্য এখনকার তুরস্ক থেকে শুরু করে ইউরোপের বড় অংশে ছড়িয়ে পড়েছিল। শিল্প, স্থাপত্য, আইনের ক্ষেত্রে সুলতান সুলেমানের খ্যাতি ছিল।
বন্ধ হয় বার্লিন বিমান হামলা
জার্মানির পশ্চিম বার্লিন দীর্ঘদিন ঘিরে রেখেছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনারা। চালানো হয় বিমান হামলা। ১৫ মাস পর ১৯৪৯ সালের এই দিনে হামলা বন্ধ করে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর ইঙ্গ-মার্কিন সেনারা সেখানকার অসহায় মানুষের মধ্যে রসদ সরবরাহের সুযোগ পান।
বোয়িং ৭৪৭-এর প্রদর্শনী
বিশালাকারের বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি ‘জাম্বো জেট’ নামে পরিচিত। এর উচ্চতা ছয়তলা ভবনের সমান। একেকটি ডানা বাস্কেটবল মাঠের চেয়েও বড়। ১৯৬৮ সালের ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবার এই উড়োজাহাজ প্রদর্শন করে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং। ওই সময় এটা বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ছিল। বোয়িং ৭৪৭ বাণিজ্যিক উড়োজাহাজের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে।
মার্টিনা হিঙ্গিসের জন্মদিন
সুইজারল্যান্ডের টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস। ৯০টির বেশি ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) টাইটেল জিতেছেন তিনি। আজ এই নারী টেনিস তারকার জন্মদিন। ১৯৮০ সালের ৩০ সেপ্টেম্বর মার্টিনার জন্ম।