নাক দিয়ে ঠেলে বাদাম ওঠালেন পর্বতচূড়ায়

নাক দিয়ে বাদাম ঠেলে পর্বতের চূড়ায় ওঠাচ্ছেন বব সালেম
ছবি: ভিডিও থেকে নেওয়া

পর্বতারোহণের আগ্রহ অনেকেরই থাকে। তাই বলে নাক দিয়ে বাদাম ঠেলে পর্বতের চূড়ায় ওঠানোর মতো বিচিত্র শখ রয়েছে—এমন মানুষ নিশ্চয়ই খুঁজে পাওয়া দুষ্কর। অবিশ্বাস্য হলেও সত্য, বিচিত্র এ কাজ করেছেন যুক্তরাষ্ট্রের বব সালেম। আর এ কাজের জন্য ববের নাম উঠেছে রেকর্ডের খাতায়।

বব সালেমের বাড়ি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কলোরাডো অঙ্গরাজ্যের মনিটাউ স্প্রিং শহরে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বব এ রেকর্ড গড়েন কলোরাডোর পাইকস পর্বতে উঠে। ৯ জুলাই তিনি এ অভিযান শুরু করেন। ১৪ হাজার ১১৫ ফুট উঠে নতুন রেকর্ড গড়তে লাগে সাত দিন।

ববের এমন বিচিত্র কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়েছে। তাতে বলা হয়েছে, চলতি শতকে বব সালেম প্রথম ব্যক্তি, যিনি নাক ব্যবহার করে বাদাম ঠেলে পর্বতের চূড়ায় উঠিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, ৫৩ বছর বয়সী বব মাটিতে উবু হয়ে আছেন। তাঁর নাকের সঙ্গে বিশেষ কায়দায় একটি চামচ বাঁধা রয়েছে। সেটি দিয়ে ঠেলে একটি বাদাম পাহাড়ে ওঠানোর চেষ্টা করছেন তিনি। আশপাশ থেকে অনেকেই তাঁকে উৎসাহ দিচ্ছেন। টানা সাত দিনের প্রচেষ্টায় বব সফল হন। তাঁর নাম ওঠে স্থানীয় রেকর্ডের খাতায়। ১৫ জুলাই ববের বিচিত্র এ অর্জনে শহরটির মেয়র তাঁকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নাক দিয়ে বাদাম ঠেলে পাইকস পর্বতে ওঠার প্রথম রেকর্ড হয় ৯৩ বছর আগে। তখন আট দিনে এ প্রচেষ্টা সফল হয়েছিল। এরপর অনেকেই বিচিত্র এ চেষ্টা করেছেন। তবে চলতি শতকে প্রথম এই প্রচেষ্টা করতে দেখা গেল ববকে। সফলও হয়েছেন তিনি। আগের রেকর্ড ভেঙে নিজের নাম তাতে অন্তর্ভুক্ত করেছেন তিনি।