নাচ শেখে শিশু মৌমাছি 

মৌমাছি
ফাইল ছবি: রয়টার্স

কোথায় মধু বা পরাগের সন্ধান পেলে নেচে বা শরীর নাড়িয়ে সঙ্গীদের জানান দেয় মৌমাছি। এ কথা বিজ্ঞানীদের অনেক আগে থেকেই জানা। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মৌমাছির নাচের এ কৌশল জন্মগতভাবে পাওয়া নয়। ছোটবেলা থেকে মৌমাছিকে নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে এ দক্ষতা অর্জন করতে হয়। বয়স্ক মৌমাছিদের দেখে এ নাচ শেখে শিশু মৌমাছিরা।

গত বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, মৌমাছিকে ঠিকঠাকমতো শরীর নাড়ানোর কৌশল শিখতে বড়দের অনুকরণ করতে হয়। এ প্রশিক্ষণ হয় রীতিমতো নাচের মঞ্চে। যুক্তরাষ্ট্রের সান দিয়োগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক জেমস সি নিয়াহ বলেন, শিশু মৌমাছির নাচ শিখতে গিয়ে অনেক ভুলত্রুটি হয়। তারা তখন ভুল সংশোধনের জন্য অভিজ্ঞ মৌমাছিদের কাছ থেকে অনেক কিছু শেখে। এটি মৌমাছিদের জন্য উপকারী। মৌমাছির এ নাচ ‘ওয়াগল ড্যান্স’ নামে পরিচিত। এ নাচের আবিষ্কারকে প্রাণীদের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্ভাবন হিসেবে দেখা হয়। এটি মূলত তাদের প্রতীকী ভাষা। কিন্তু এর আগে এ ধরনের নাচকে জন্মগত বলে মনে করা হতো।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মৌমাছি মূলত সামাজিক শিক্ষার আচরণ পেয়ে থাকে। এ ধরনের আচরণ বড় মস্তিষ্কের প্রাণী যেমন বানর, পাখির মধ্যে দেখা যায়।