কানাডায় শিখ নেতা হত্যার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ

লন্ডনের ভারতীয় দূতাবাস ইন্ডিয়া হাউসের সামনে বিক্ষোভ করেন শিখ সম্প্রদায়ের সদস্যরা
ছবি: প্রথম আলো

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে বসবাসরত শিখ সম্প্রদায়ের লোকজন। সমাবেশে সহস্রাধিক শিখ সম্প্রদায়ের লোকজন জড়ো হয়ে স্বাধীন খালিস্তান রাষ্ট্রের পক্ষে স্লোগান দেন।

আজ সোমবার লন্ডনে ভারতের দূতাবাস ইন্ডিয়া হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিখ সম্প্রদায়ের লোকজন। ইন্ডিয়া হাউসের সামনে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে এই বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা কানাডায় শিখ নেতা হরদীপ সিং হত্যার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত, কানাডা সরকারের এমন দাবির প্রতি একাত্মতা পোষণ করেন এবং পাঞ্জাবে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

এ সময় ভারতীয় দূতাবাস ভবনে কেউ যেন হামলা করতে না পারেন, সে জন্য লন্ডন সিটি পুলিশ দূতাবাস ভবন বেষ্টনী দিয়ে মানুষের চলাচল বন্ধ রাখে।

আরও পড়ুন

সমাবেশে অংশ নেওয়া গরদিপ সিং নামের এক শিখ যুবক প্রথম আলোকে বলেন, ‘ব্রিটিশ শাসনের আগে খালিস্তান একটি স্বাধীন ভূমি ছিল। ব্রিটিশ শাসনের পর ভারত, বাংলাদেশ ও পাকিস্তান আলাদা রাষ্ট্র হলেও আমরা ভারতের মধ্যেই থেকে গেলাম। আমরাও চাই, আমাদের একটি স্বাধীন রাষ্ট্র হোক। পাশাপাশি শিখ নেতা হরদীপ সিং হত্যায় দায়ীদের বিচার চাই।’

আরও পড়ুন

গত জুনে কানাডায় খুন হন দেশটির শিখ নেতা হরদীপ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি দেশটির পার্লামেন্টে বলেন, হরদীপ খুনে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার বিষয়ে তাঁর সরকারের কাছে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ রয়েছে।

ইন্ডিয়া হাউসের সামনে নিরাপত্তা জোরদার করে লন্ডন পুলিশ
ছবি: প্রথম আলো

ট্রুডোর এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কানাডায় যেকোনো সহিংসতার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

কানাডার সুপরিচিত শিখ নেতা ছিলেন হরদীপ। তিনি ভারতের পাঞ্জাবে শিখদের স্বাধীন রাষ্ট্র খালিস্তানের পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাতেন। তাঁকে ‘ওয়ান্টেড’ সন্ত্রাসী ঘোষণা করেছিল ভারত।

আরও পড়ুন