বাসার পড়ে থাকা টুকিটাকি জিনিস অনেকেই বিক্রি করেন। এসব জিনিস বিক্রির জন্য ওয়েবসাইট যেমন রয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন জিনিস বিক্রি হয়ে থাকে। তবে ব্যতিক্রম কানাডার বাসিন্দা অ্যাঞ্জেল ডমিঙ্গো। ফ্রিজে পড়ে থাকা এক টুকরা পনির বিক্রি করতে বিশাল এক বিলবোর্ড ভাড়া করেছেন তিনি।
সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট–এর খবরে বলা হয়, কয়েক দিন আগে কানাডার টরন্টো শহরে বসবাস শুরু করেন ডমিঙ্গো। নতুন বাসায় ওঠার পর দেখতে পান তাঁর ফ্রিজে এক টুকরা পুরোনো পনির পড়ে আছে। চট করে সিদ্ধান্ত নেন সেটি বিক্রি করে দেবেন। তবে বিনিময়ে অর্থ নয়, নেবেন অন্য কোনো পণ্য। একটি ওয়েবসাইটে অদলবদলের বিজ্ঞাপনও দিয়েছিলেন। তবে কোনো সাড়া পাননি।
কিন্তু দমে যাননি ডমিঙ্গো। অনলাইনে হতাশ হয়ে পনিরের বিজ্ঞাপন দিতে এবার ভাড়া করেন পুরো একটি বিলবোর্ড। তিনি বলেন, ‘আমি যত জিনিস অদলবদলের জন্য তুলেছি, এটা হয়তো সেগুলোর মধ্যে সবচেয়ে অদ্ভুত। কেউ কেউ বলেছিল, আমি পনিরটির বিনিময়ে কিছুই পাব না। আর কেউ এটি নিতে চাইবে না। তবে আমার মনে হয় অনেকেরই এটা দরকার পড়বে।’
হয়েছেও তাই। ডমিঙ্গো জানান, বিলবোর্ডে বিজ্ঞাপন দেওয়ার পর পনিরটি নিতে একপ্রকার হুড়োহুড়ি চলছে। অনেকেই বিনিময়ে তাঁকে বিচিত্র সব প্রস্তাব দিয়েছেন। একজন বলেছেন, দুটি পারসিয়ান বিড়ালের বদলে পনিরটি তাঁর চাই। অপর একজন তুলে দিতে চেয়েছেন প্রেমিকাকে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পনিরটি এখনো হাতছাড়া করেননি ডমিঙ্গো। কারণ হিসেবে তিনি বলেছেন, বিনিময়ে এখনো তাঁর মনের মতো জিনিসের প্রস্তাব পাননি। যদিও বিলবোর্ডটি ভাড়া করতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে ডমিঙ্গোকে। তবে সেটা কত, তা সামনে আনেননি তিনি। বিলবোর্ডে মাত্র কয়েক সপ্তাহ পনিরের বিজ্ঞাপন দিতে পারবেন তিনি।
এদিকে পনিরের মেয়াদ উত্তীর্ণের তারিখও ফুরিয়ে আসছে। ডমিঙ্গোর ভাষায়, মাত্র কয়েকটা মাস বাকি। আর সেটি এখনো খাওয়ার যোগ্য। তবে মজার বিষয় হলো, যে কোম্পানির পনিরটি নিয়ে এত মাতামাতি, সেটি হাতের নাগালে বাজারের বিভিন্ন দোকানেই কিনতে পাওয়া যায়।