যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইনসের অভ্যন্তরীণ যাত্রাবাহী এক উড়োজাহাজের সঙ্গে গত বুধবার রাতে মাঝ আকাশে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্ধার করার কথা জানা গেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন বোর্ড ও ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্যের ভিত্তিতে দেশটিতে ২০০১ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঘটে যাওয়া ১০টি ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার কথা পাঠকের জন্য তুলে ধরা হলো—
নিউইয়র্কের বাফেলো শহরের কাছে ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি বিমানবন্দরে অবতরণের সময় মার্কিন আঞ্চলিক বিমান সংস্থা কোলগান এয়ারের একটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়। এতে উড়োজাহাজটির ৪৯ আরোহী ও নিচে থাকা ১ জন নিহত হন।
২০০৬ সালে যুক্তরাষ্ট্রের কমেয়ার বিমান সংস্থার একটি আঞ্চলিক উড়োজাহাজ কেন্টাকির লেক্সিংটন থেকে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা ৫০ আরোহীর ৪৯ জনই নিহত হন।
২০০৫ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে চাকস ওশান এয়ারওয়েজের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটিতে থাকা ২০ আরোহী নিহত হন।
২০০৪ সালে করপোরেট এয়ারলাইনসের একটি উড়োজাহাজ মিজৌরির কার্কসভিলে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা ১৫ আরোহীর ১৩ জনই নিহত হন।
২০০৩ সালে নর্থ ক্যারোলাইনার শার্লট থেকে উড্ডয়নের পরপরই ইউএস এয়ারওয়েজের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ২১ জন আরোহীর সবাই নিহত হন।
২০০১ সালের নভেম্বরে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করার পরপরই বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজের ২৬০ জন আরোহী এবং নিচে থাকা ৫ জন নিহত হন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর বোস্টন থেকে ছেড়ে আসা আমেরিকান এয়ারলাইনসের একটি ছিনতাই হওয়া উড়োজাহাজ নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে আঘাত হানে। এতে ৯২ জন আরোহী নিহত হন। আর ওই ভবন ও এর নিচে থাকা প্রায় ১ হাজার ৬০০ জন নিহত হন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর বোস্টন থেকে ছেড়ে আসা ইউনাইটেড এয়ারলাইনসের একটি ছিনতাই হওয়া উড়োজাহাজও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আরেক ভবনে আছড়ে পড়ে। এতে উড়োজাহাজের ৬৫ আরোহী নিহত হন। এ ছাড়া ভবন ও এর নিচে থাকা ৯০০ মানুষের প্রাণহানি ঘটে।
ওয়াশিংটন-ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা আমেরিকান এয়ারলাইনসের একটি ছিনতাই হওয়া উড়োজাহাজ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে বিধ্বস্ত হয়। এতে ৬৪ জন আরোহীর সবাই নিহত হন। আর নিচে থাকা প্রায় ১২৫ জন মারা যান।
নিউ জার্সির নিউয়র্ক থেকে ছেড়ে আসা ইউনাইটেড এয়ারলাইনসের একটি ছিনতাই হওয়া উড়োজাহাজ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। এতে ৪৪ আরোহীর সবাই নিহত হন।