এরিক ওয়েইহেনমেয়ার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম দৃষ্টিহীন ব্যক্তি
ছবি: এরিক ওয়েইহেনমেয়ারের ওয়েবসাইট থেকে।

যুক্তরাষ্ট্রের পর্বতারোহী এরিক ওয়েইহেনমেয়ার। চোখে দেখতে পান না তিনি। কিন্তু শারীরিক এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। জয় করেছেন বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করা প্রথম দৃষ্টিহীন ব্যক্তি এরিক। ২০০১ সালের এই দিনে তিনি এ কীর্তি গড়েন। এ জন্য বিশ্বখ্যাত টাইম সাময়িকীর প্রচ্ছদে জায়গা পেয়েছেন এরিক।

আর্জেন্টিনার জাতীয় পতাকা হাতে এক ব্যক্তি
ফাইল ছবি: রয়টার্স

আর্জেন্টিনার স্বাধীনতা লাভ

আর্জেন্টিনা একসময় ইউরোপের দেশ স্পেনের উপনিবেশ ছিল। ১৮১০ সালের এই দিনে স্বাধীন হয় আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ঔপনিবেশিক শক্তির কবল থেকে স্বাধীনতা ঘোষণা করে আর্জেন্টিনা।

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে ছড়িয়ে পড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন
ছবি: রয়টার্স

জর্জ ফ্লয়েডের মৃত্যু ও আন্দোলন

২০২০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে প্রাণ যায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের। এই মৃত্যু ঘিরে দেশটিতে ছড়িয়ে পড়ে আন্দোলন। পরে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামে এ আন্দোলন বিশ্বের বিভিন্ন শহরেও ছড়িয়ে যায়। সংক্ষেপে এ আন্দোলন বিএলএম মুভমেন্ট নামে পরিচিত। আন্দোলনকারীরা কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্যাতন বন্ধের দাবি তোলেন।

অস্কারের মঞ্চে অভিনয়শিল্পী অক্টাভিয়া স্পেনসার
ছবি: রয়টার্স

অক্টাভিয়া স্পেনসারের জন্ম

মার্কিন কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পী অক্টাভিয়া স্পেনসার। তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে তিনবার অস্কার মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে পরপর দুবার মনোনয়ন পেয়ে সাড়া ফেলেছেন। অক্টাভিয়া স্পেনসার প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন অভিনেত্রী, যিনি পরপর দুবার অস্কারে মনোনয়ন পেয়েছেন। অস্কার জিতেছেন ‘দ্য হেল্প’ চলচ্চিত্রের জন্য। ১৯৭০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছিলেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী।