ইতিহাসের এই দিনে: সেবার ব্রত নিয়ে যুক্তরাজ্য ছাড়েন ফ্লোরেন্স নাইটিঙ্গেল

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২১ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

রোগীদের সেবার মাধ্যমে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সারা বিশ্বে নার্সদের আদর্শে পরিণত হন
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্য ছাড়েন ফ্লোরেন্স নাইটিঙ্গেল

ব্রিটিশ নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল ১৮৫৪ সালের এই দিনে যুক্তরাজ্য ছেড়ে কনস্টানটিনোপলে (এখনকার তুরস্কের ইস্তাম্বুল) পাড়ি জমান। তখন ক্রিমিয়া যুদ্ধ চলছিল। যুদ্ধক্ষেত্রে একটি হাসপাতালে কাজ নেন তিনি। সেই হাসপাতালে আহত সেনাদের সেবা করে অনন্য এক নজির গড়েন নাইটিঙ্গেল। রোগীদের সেবার মাধ্যমে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সারা বিশ্বে নার্সদের আদর্শে পরিণত হন।

বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের টমাস আলভা এডিসন
ফাইল ছবি

বৈদ্যুতিক বাল্বের পেটেন্ট চাইলেন আলভা এডিসন

সভ্যতায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে একটি আবিষ্কার। সেটা—বৈদ্যুতিক বাল্ব। আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের টমাস আলভা এডিসন। ১৮৭৯ সালের ২১ অক্টোবর এডিসন তাঁর আবিষ্কার করা বাল্বের পেটেন্ট আবেদন করেন। এডিসনের আবিষ্কার করা বাল্ব ছিল ব্যয়সাশ্রয়ী। তাই সহজেই জনপ্রিয় হয়ে ওঠে এ বাল্ব।

আরও পড়ুন

নতুন জাদুঘর চালু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সলোমন আর গুগেনহেইম জাদুঘরটি ১৯৫৯ সালের এই দিনে চালু হয়। এখানকার আর্ট গ্যালারির খ্যাতি বিশ্বজোড়া। আইকনিক স্থাপনা ও আধুনিক নকশার এমন গ্যালারি আগে কখনোই দেখা যায়নি।

আলফ্রেড নোবেলের আবক্ষমূর্তি
ফাইল ছবি: রয়টার্স

আলফ্রেড নোবেলের জন্মদিন আজ

আলফ্রেড নোবেল—সুইডেনের প্রখ্যাত বিজ্ঞানী। ডিনামাইট আবিষ্কারের জন্য তিনি খ্যাত। তবে তিনি আরও বেশি পরিচিত তাঁর নামে প্রবর্তন করা নোবেল পুরস্কারের জন্য। তিনি নিজের সব সম্পদ বিলিয়ে  নোবেল পুরস্কার চালু করেছেন। আজ আলফ্রেড নোবেলের জন্মদিন। ১৮৩৩ সালের এই দিনে তাঁর জন্ম।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন