এবার কোন দেশে রোজার সময় সবচেয়ে লম্বা
বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র মাস রমজান শুরু হয়েছে। ২৯ বা ৩০ দিন ধরে মুসলিমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন, যা তাঁদের ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে।
মুসলিমরা বিশ্বাস করেন, রমজান মাস হলো সেই মাস, যখন ১ হাজার ৪০০ বছরের বেশি সময় আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর ওপর প্রথম কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল।
রোজায় তাকওয়া বা আত্মশুদ্ধি অর্জনের জন্য দিনের আলোতে পানাহার, ধূমপান ও যৌন সম্পর্ক থেকে বিরত থাকেন মুসলিম সম্প্রদায়ের অনুসারী মানুষ।
প্রতিবছর রমজান কেন ভিন্ন ভিন্ন তারিখে শুরু হয়
প্রতিবছর রমজান মাস আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। কারণ, ইসলামিক বর্ষপঞ্জি মূলত চন্দ্র হিজরি বর্ষপঞ্জি অনুসারে তৈরি। চান্দ্রবছর সৌরবছরের তুলনায় ১১ দিন ছোট। তাই ২০৩০ সালে এক বছরে দুবার রমজান হবে। প্রথমটি ৫ জানুয়ারি থেকে শুরু হবে এবং দ্বিতীয়টি ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে।
বিশ্বজুড়ে রোজার সময়
বিশ্বের বিভিন্ন দেশে দিনের আলো ভিন্ন ভিন্ন সময় পর্যন্ত থাকে।
এবার চিলি ও নিউজিল্যান্ডের মতো বিশ্বের সর্ব দক্ষিণের দেশগুলোতে মুসলমানরা প্রায় ১৩ ঘণ্টা রোজা রাখছেন। আর আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো সর্ব উত্তরের দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা ১৬ ঘণ্টা বা তার বেশি সময় ধরে রোজা রাখছেন। সে হিসাবে তাঁরা সবচেয়ে বেশি সময় রোজা রাখছেন।
এ বছর উত্তর গোলার্ধে বসবাসকারী মুসলিমদের জন্য রোজার সময় কিছুটা কমে আসবে এবং ২০৩১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কমবে। বিষুবরেখার দক্ষিণে বসবাসকারী মুসলিমদের ক্ষেত্রে এর বিপরীতটি ঘটবে।
কোন শহরে রোজা সবচেয়ে বেশি সময় এবং কোন শহরে কম সময়
নিচে বিশ্বের বিভিন্ন শহরে গড়ে কত ঘণ্টা রোজা রাখা হয়, তা তুলে ধরা হলো। রোজার প্রকৃত সময় ও দিন এবং গণনাপদ্ধতি অনুসারে পরিবর্তিত হবে:
বিভিন্ন ভাষায় রমজানের শুভেচ্ছা
মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে রমজানের জন্য প্রত্যেকের নিজস্ব ভাষার শুভেচ্ছা বার্তা রয়েছে। ‘রমজান মোবারক’ এবং ‘রমজান কারিম’ বলে সবচেয়ে বেশি রমজানের শুভেচ্ছা বিনিময় করা হয়।