ইতিহাসের এই দিনে: আফ্রিকায় প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২২ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজনীতিবিদ জেনি-মেরি রুথ-রোল্যান্ড
ছবি: ফেসবুক থেকে নেওয়া

জেনি-মেরি রুথ-রোল্যান্ড মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একজন রাজনীতিবিদ, সমাজকর্মী ও শিক্ষক। ১৯৯৩ সালের ২২ আগস্ট তিনি ঘোষণা দেন, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন তিনি। চূড়ান্ত লড়াইয়ে তিনি জয় পাননি, তবে এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেন। কেননা, আফ্রিকার কোনো দেশের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী প্রার্থী হয়েছিলেন জেনি-মেরি রুথ-রোল্যান্ড। ১৯৯৫ সালে ফ্রান্সের প্যারিসে মারা যান তিনি।

আরও পড়ুন

রাজা প্রথম চার্লসের বিপ্লব

ব্রিটিশ রাজা প্রথম চার্লস নটিংহাম প্রাসাদে ১৬৪২ সালের এই দিনে তাঁর পতাকা উড়িয়েছিলেন। রাজার এমন কর্মকাণ্ডকে স্পষ্টতই পার্লামেন্টের বিরুদ্ধে বিপ্লব হিসেবে দেখা হয়। অনেকের মতে পার্লামেন্টের বিরুদ্ধে এটা রাজার যুদ্ধ ঘোষণার শামিল, যা ওই সময় ইংল্যান্ডে গৃহযুদ্ধকে উসকে দেয়।

ক্যাডিলাকের যাত্রা শুরু

এখনো অভিজাত গাড়ি নির্মাতা কোম্পানি হিসেবে খ্যাতি ধরে রেখেছে ক্যাডিলাক
প্রতীকী ছবি: রয়টার্স

ক্যাডিলাক-অভিজাত মোটরগাড়ির একটি ব্র্যান্ড। ১৯০২ সালের ২২ আগস্ট যুক্তরাষ্ট্রে ক্যাডিলাক মোটর কোম্পানির যাত্রা শুরু হয়। কোম্পানিটি প্রতিষ্ঠা করেন মার্কিন প্রকৌশলী হেনরি লিল্যান্ড। এই কোম্পানি প্রথমবারের মতো লাইট এবং ইঞ্জিন চালু করতে বৈদ্যুতিক শক্তি সংযুক্ত গাড়ি বাজারে ছাড়ে। এখনো একটি অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি ধরে রেখেছে ক্যাডিলাক।

আরও পড়ুন

গতিতে নাসার রকেটের রেকর্ড

মার্কিন মহাকাশ সংস্থা নাসা ১৯৬৩ সালে এক্স-১৫ নামে একটি রকেট উৎক্ষেপণ করেছিল। ওই বছরের ২২ আগস্ট এই রকেট নতুন একটি বিশ্ব রেকর্ড গড়েছিল। রকেটটি ১০৮ কিলোমিটার বা প্রায় ৬৭ মাইল বেগে কক্ষপথে প্রবেশ করে। এর আগে এত গতিতে কোনো রকেট কক্ষপথে ঢুকতে পারেনি।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন