বার্সেলোনায় মেসির প্রথম গোল

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ইতিহাসের সেরা ফুটবল তারকাদের একজন আর্জেন্টিনার লিওনেল মেসি। ইউরোপীয় ক্লাব বার্সেলোনার হয়ে তাঁর অভিষেক। মেসির বয়স তখন ১৭ বছর। ২০০৫ সালের এদিনে বদলি খেলোয়াড় হিসেবে নেমে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেন মেসি। সেই শুরু। পরে একের পর এক মাইলফলক গড়েছেন তিনি। সর্বকালের সেরাদের তালিকায় নাম তুলেছেন এই ফুটবল জাদুকর। মেসির জাদুতেই গত বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা।

১৭ বছর বয়সে বার্সেলোনায় অভিষেক হয় মেসির
ছবি: রয়টার্স

এক হয় ইংল্যান্ড ও স্কটল্যান্ড

যুক্তরাজ্যের অন্তর্গত ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ১৭০৭ সালের এদিনে স্কটল্যান্ডের পার্লামেন্টে পাস হয় অ্যাক্টস অব ইউনিয়ন নামের একটি আইন। এই আইনের বলে যুক্তরাজ্য গড়ার পথে এক হয় ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

বিশ্বের প্রথম পোস্টাল স্ট্যাম্প পেনি ব্ল্যাক
ছবি: এএফপি

প্রথম স্ট্যাম্প চালু হয়

পেনি ব্ল্যাক—বিশ্বে চালু হওয়া প্রথম পোস্টাল স্ট্যাম্প। ১৮৪০ সালের এদিনে ইংল্যান্ডে চালু হয়েছিল এটি। মাত্র এক পেনি মূল্যের এই স্ট্যাম্পে রানি ভিক্টোরিয়ার মুখাবয়ব ব্যবহার করা হয়েছিল। এই স্ট্যাম্প চালুর আগে চিঠির গ্রহীতাকে এর যাবতীয় খরচ বহন করতে হতো।