লটারির অর্থ নিয়ে ফেরার পথে আবার লটারি জয়

ডলার
ছবি: সংগৃহীত

লটারিতে বিপুল পরিমাণ অর্থ জিতলে মন কার না ভালো থাকে। যেমনটি ছিল যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের এক নারীর। খুশিমনে লটারিতে জেতা অর্থ তুলতে গিয়েছিলেন তিনি। তবে জানতেন না ফেরার পথে তাঁর জন্য অপেক্ষা করছে আরও বড় চমক। সেটি হলো, আরও একটি লটারি জয়, পুরস্কারের অর্থও আরও অনেক বেশি। খবর ইউপিআইয়ের

মার্কিন ওই নারীর বয়স ৭০ বছর। বাড়ি ডেলাওয়ারের নিউআর্ক শহরে। তিনি ‘আলটিমেট ক্যাশ’ নামের একটি লটারির টিকিট কেটে প্রথম পুরস্কার ১ লাখ ডলার জিতেছিলেন। গত ২০ অক্টোবর ওই অর্থ নিতে গিয়েছিলেন লটারির আয়োজক ‘ডেলাওয়ার লটারির’ কার্যালয়ে। সঙ্গে ছিলেন তাঁর কাছের এক বন্ধু।

পুরস্কার নিয়ে বাড়িতে ফেরার পথে ডোভার শহরের একটি দোকানে থামেন তাঁরা। সেখান থেকে ‘সিরিয়াস মানি’ নামের আরেকটি লটারির তিনটি টিকিট কেনেন। সেগুলোর একটি থেকে তিনি জেতেন তিন লাখ ডলার।

লটারির পুরস্কারের অর্থ নিয়ে ফেরার পথে আবার লটারি জয়—সবকিছু যেন বিশ্বাস করতে পারছিলেন না ওই নারী। তিনি বলেন, ‘এক লাখ ডলার জেতার কথা আমার বন্ধুকে প্রথম জানিয়েছিলাম। সে-ও আমার সঙ্গে ওই অর্থ আনতে গিয়েছিল। সেদিনই যখন তিন লাখ ডলার জিতলাম, তখন আমরা হতবাক হয়ে মাটিতে বসে পড়লাম। এটা ছিল মাথা নষ্ট করার মতো ঘটনা।’

এদিকে দুটি লটারি জেতায় ওই নারীকে অভিনন্দন জানিয়েছেন ডেলাওয়ার লটারির ভারপ্রাপ্ত পরিচালক হেলেন কেলি। তিনি বলেন, ‘আমাদের লটারি খেলে কেউ এত অর্থ জিতেছেন শুনতেই ভালো লাগছে।’